লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-৬

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরে-কমলনগর-রামগতি আঞ্চলিক মহা সড়কের চটকির সাঁকো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে রয়েছেন সদর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয়ের নারী ও শিশু ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী জুয়েল হোসেন। এরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক রামগতি থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সুমি মারা যান। এ সময় নারী ও শিশুসহ আরও ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।