লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে-ওই এলাকার আবুল কালামের মেয়ে ইয়াছমিন বেগম (৬) এবং একই এলাকার মো. কালামের মেয়ে সাইমুন আক্তার (৬)।

চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ জানান, দুপুরে ওই দুই শিশুর একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। ওই সময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।