লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৪১ জনকে জরিমানা

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ২য় সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সদর উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। এ সময় ৫০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে এই অভিযান চালানো হয়। এসময় মাস্ক না পরার অপরাধে ৪১ জনকে ৪১০০ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া জনসাধারণ, ব্যবসায়ী সকল শ্রেনীপেশার মানুষকে মাস্ক পরিধানে সচেতন করার লক্ষে’ NO MASK NO SALE ‘ মাস্ক পরিধান ব্যতীত দোকানে প্রবেশ নিষেধ লিখা প্রায় ১০০ টি পেষ্টুন বিভিন্ন দোকানে বিতরণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।