রাজধানীর আদাবরে ভবনে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর আদাবর-১০ নম্বর রোড এলাকায় একটি ভবনের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।রোববার দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুর ১২টার দিকে আদাবর-১০ নম্বর রোড এলাকায় একটি আটতলা ভবনের নিচতলার বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।