টাঙ্গাইলে গণপিটুনিতে চোরের মৃত্যু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুলকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চোর পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামের কালাচান মিয়া ছেলে আব্দুল মান্নান মিয়া (৫৪)। নিহতের বিরুদ্ধে জেলা সদর থানায় চুরি ও জেলার বাসাইল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানা পুলিশ ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাহেদ খান বলেন, ‘রাত আড়াইটার দিকে উফুলকি দক্ষিনপাড়া গ্রামের বাবলু মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এলাকায় বার বার গরু চুরির ঘটনায় বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ওই ব্যক্তি নিহত হন।’

লাশ উদ্ধারকারী মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান বলেন,` প্রাথমিক সুরতহালে লাশের দুই হাতের কনুই অংশে ভাঙ্গা, ডান পায়ের গোড়ালির রগ কাটা ও বাম পায়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ও শরীরের বিভিন্ন অংশে মারপিটের চিহ্ন পাওয়া গেছে।’

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, `এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।’