নিরাপদ সড়কের দাবিতে চালকদের সংহতি প্রকাশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০২৩ সংবাদ বিজ্ঞপ্তি : সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণসহ নিরাপদ সড়কের দাবি জানিছেন সিএনজি চালকরা। ৭ম জাতিসংঘ বৈশি^ক নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে তারা এই দাবি জানান। তারা বলেন, প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই দুর্ঘটনার পেছনে যেমনিভাবে চালকরা দায়ী ঠিক তেমনই পথচারীরাও দায়ী। তাই সড়ক দুর্ঘটনা রুখতে চালক এবং পথচারীদের আরো সচেতন হতে হবে। শনিবার (২০ মে) সকাল ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মানবন্ধনে এই দাবি জানানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “রিথিংক মোবিলিটি”। উক্ত মানববন্ধনে সিএনজি চালকরা যে সকল দাবি জানান তার মধ্যে উল্লেখযোগ্য হলো সড়ক পথচারী বান্ধব করা, যত্রতত্রে যানবাহন পার্কিং না করা, পথচারীরা অনিয়মভাবে রাস্তা পারাপার না হওয়া, রাস্তা পারাপার অবস্থায় মুঠোফোন ব্যবহার না করা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা ইত্যাদি। ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সহ ঢাকা উদ্যান সিএনজি চালক সমিতি মানববন্ধনে যুক্ত হয়ে এই সংহতির সাথে একাত্মতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৫২ জন। সড়কে দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহনকর্মী, ৩২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ২৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩ জন শিশু। এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৬ জন নিহত হয়েছেন বলে সুত্রে জানা গেছে। Share this:FacebookX Related posts: মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা-র্যালি পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন সড়ক বন্ধে ভোগান্তিতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সরবরাহকারীরা নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে : পানি সম্পদ উপমন্ত্রী চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মধুপুরে ১৫’শ টাকার জন্য যুবক খুন, বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে বীজআলু উৎপাদন মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন নন্দীগ্রামে ওসির প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির ইফতার ও দোয়া মাহফিল ‘বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন’ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: চালকদেরদাবিতেনিরাপদসড়কেরসংহতি প্রকাশ