সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় হাসপাতালে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এতে ইঞ্জিন ও দুটি কোচ লাইচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন।উদয়ন এক্সপ্রেস ট্রেনের চালক আবুল কাশেম বলেন, ‘লাউয়াছড়া উদ্যানের ভেতরের আঁকাবাঁকা রেললাইন দিয়ে ট্রেন চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। আমি দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপি। পরে ট্রেন গাছের সঙ্গে ধাক্কা লেগে থামে। এতে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।’

ট্রেনে থাকা রেলওয়ে পুলিশের এসআই ফখরুল ইসলাম বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে শব্দ করে ট্রেনটি ঝাকনি খায়। তখন সহকর্মীদের সঙ্গে নিয়ে ট্রেনের সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পাই ইঞ্জিন ও দুটি বগি গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিনের পেছনে ছিল খাবার গাড়ি ও আরেকটি বগির যাত্রীরা শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের স্টেশনে নেমে যাওয়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’উদয়ন এক্সপ্রেসের যাত্রী আলমগীর হোসাইন বলেন, ‘খুব বাজেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়া অভয়ারণ্যের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ‘ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেল লাইনের উপর গাছ হেলে পড়েছিল। ট্রেন আসায় ট্রেনের বগির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কোন হতাহতের খবর জানা যায়নি।’ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, ‘ট্রেনটি দুর্ঘটনার কারণে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে বিলম্বে ছাড়বে। দুর্ঘটনার কবলিত ট্রেনের উদ্ধার কাজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে।’