সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকাল ৫টায় উপজেলার কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ।

অন্যান্যদের বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আটঘর ইউনিয়নের সভাপতি রায় মোহন রায়, বল্লভদী ইউনিয়নের সভাপতি শাওন কাজীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।