আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার : এমপি হোসনে আরা

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৩

অনলাইন ডেস্ক : জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।

শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরতে নারীদের নিয়ে উঠান বৈঠকে এমপি হোসনে আরা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে উন্নতশীল রাষ্ট্রে পরিনত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা বাড়ছে।

সাবেক ছাত্রলীগ নেতা শাহিন মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক সুজন মিয়া, আব্দুল্লাহ আল সিনহারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।