‘বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ অনলাইন ডেস্ক : ‘আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন’ এমন দাবি নিয়ে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সোহেল কিরণসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অবস্থান নিয়েছেন। রোববার দুপুরে দুই ঘন্টা অবস্থান নেয়ার পর এএসপি (গ-সার্কেল) আবির হোসেন এসে নিরাপত্তার আশ্বাস দিলে পরিবার অবস্থান তুলে নেন। সাংবাদিক সোহেল কিরণের বাবা আব্দুল হান্নান বলেন, সংবাদ প্রকাশের জেরে গত ০৪ এপ্রিল রাতে কাঞ্চন বাজারে সোহেল কিরণকে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় গোলাম রসুল কলিকে প্রধান আসামি করে সন্ত্রাসী আফজালসহ সাত/আট জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ঘটনার পাঁচ দিন পার হয়ে গেলেও মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই মামলা তুলে নিতে নানা ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। একজন প্রভাবশালী এতে সহযোগীতা করছে বলে জানতে পেরেছি। এছাড়া যেকোনো সময় হত্যার শিকার হতে পারি আমরা। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে রূপগঞ্জ থানায় এসে আশ্রয় চেয়েছি। সোহেল কিরণের মা রওশন আরা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদের বিচার চাই। আমার ছেলে কারো কোন ক্ষতি করেনি। ছোট নাতিটাকে যারা এতিম করতে চেয়েছে আল্লাহ তাদের বিচার করবে। এএসপি (গ-সার্কেল) আবির হোসেন বলেন, সোহেল কিরণের বিষয়টি আমরা নিজের মনে করছি। অবশ্যই তার নিরাপত্তা জোরদার করা হবে। Share this:FacebookX Related posts: আগাম জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক দুই সাংবাদিককে মারধর করা সেই এএসআই মামুন হোসন প্রত্যাহার সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার সাংবাদিক সুমনের ওপর হামলা, আটক ১ সাংবাদিক দীপু হাসান আর নেই করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় তালা দিলেন এলাকাবাসী সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন অবজারভারের লাবনী ইয়াসমিন এবার সাইবার ট্রাইব্যুনালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাবেক এমপিকন্যার মামলা সাংবাদিকের উপর হামলার ঘটনায় গাজিপুর সাংবাদিকদের প্রতিবাদ সভা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: 'বাঁচতে দিনআশ্রয় দিন'থানা হাজতেনয়তো