দিনাজপুরে ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৩

অনলাইন ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে দুই দিনের ব্যবধানে পুলিশের অভিযানে পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কাহারোল উপজেলার একটি বাড়ী থেকে ঐ মোটর সাইকেলগুলি উদ্ধার করে।

এর আগে ১৬ মে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ কোম্পানীর প্রতিনিধির একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় পুলিশ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করে ও হাসপাতাল থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। পরে পুলিশ আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান- গ্রেফতারকৃতদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে চুরি ঘটনার সীকারোক্তি মুলক জবানবন্দি দেন। তার দেয়া জবান বন্দির প্রেক্ষিতে থানার উপ-পুলিশ পরিদর্শদক বিভূতি ভূষণ ব্রতী রায়ের নেতৃত্বে একটি পুলিশের দল অভিযান পরিচালনা করে কাহারোল উপজেলা একটি বাড়ী থেকে ঐ পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত আছে।