কাওরান বাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর কাওরান বাজার থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হল- মোহাম্মদ আলী হোসেন (৪৫), জাকির হোসেন (৪০) ও জুয়েল হোসেন (২৭)।

শুক্রবার দিনগত রাতে কাওরান বাজার এলাকায় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-২ ।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাওরান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর গেইটের সামনের রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করে সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করতে থাকে র‌্যাব-২ এর একটি বিশেষ দল। এমন সময় ১টি সাদা রংয়ের প্রাইভেটকার সেখানে পৌঁছালে থামার জন্য সংকেত দিলে গাড়িটি চেক পোস্টের সামনে থামায়। জানতে চাইলে প্রাইভেট কারের ভেতরে থাকা চালকসহ তিন ব্যক্তি জানায় তারা টেকনাফ থেকে আসছে । জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে লুকিয়ে রাখা ইয়াবার কথা স্বীকার করে।