
অনলাইন ডেস্ক : নওগাঁর পোরশা উপজেলায় ১০০ পিচ ইয়াবা ও ৯০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ীর নাম আসাদুল (৩৩) । সে জেলার সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামের বাসিন্দা।
পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে পুলিশের একটি দল কালাইবাড়ি গুচ্ছগ্রাম থেকে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ও ৯০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।
এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।আসাদুলকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।