কালবৈশাখীর তান্ডবে শার্শার আম চাষিদের স্বপ্ন ভঙ্গ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : কালবৈশাখী ঝড়ের তান্ডবে শার্শার আম চাষিদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তাদের চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় ভবিষ্যতের স্বপ্নভেঙ্গে যেতে বসেছে ৷ উপজেলার বিভিন্ন বাগানে মাটিতে পড়ে থাকা আমের দৃশ্য চোখে পড়ে। বাগানে গাছের ডাল ভেঙে পড়াসহ ফেটে নষ্ট হয়ে গেছে অধিকাংশ বাগানের আম। আম চাষিরা বলেন, ঝড়ে আম বাগানের প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ আম পড়ে গেছে। তবে, কৃষি বিভাগ বলছেন, তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেননি। উপজেলার বাগআঁচড়া এলাকার আমচাষি রাজু বলেন, ৩০ বিঘা জমির ওপর আম বাগান রয়েছে তার। ঝড়ে বাগানের ৩০ থেকে ৫০ শতাংশ আম মাটিতে পড়ে গেছে। অনেক গাছের ডাল ভেঙে পড়েছে। আম এখনও পরিপক্ক না হওয়ায়, ঝরে পড়া আম ৪ থেকে ৫ টাকা কেজির বেশি বিক্রি হবে না। আর যে সব আম ফেটে গেছে, সে সব আম কেউ কিনবে না। শার্শার বাগআঁচড়া, বেনাপোল, কায়বা, গোগা এলাকার কয়েকজন আম চাষী জানান, আম্ফানসহ বিভিন্ন ঝড়ে গত কয়েক বছরে লোকসানের পরও এবার আমের ব্যাপক ফলন হয়েছিল। এতে করে তারা স্বপ্ন দেখছিল লাভের। কিন্তু বৃহস্পতিবারের ১০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে সে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একই সাথে, এ ঝড়ে আম চাষিদের পাশাপাশি ধান চাষিদেরও স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাদের বোরো ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ধান গাছ হেলে পড়া ও জমিতে পানি জমে যাওয়ায় পঁচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান কৃষকেরা। সেই সাথে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও করছেন তারা। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল বলেন, শার্শায় এবার ৯ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার বাগানে আম ভালো ধরেছিল। তবে কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে আমের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা যায়নি এবং ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: শার্শার বাহাদুরপুর ইউনিয়নে মাস্ক বিতরন শার্শার নাভারন সদর ও বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড লক ডাউন ঘোষনা শার্শার শিকারপুর সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে বিএসএফ শার্শার বাগআঁচড়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে র্যালি খুলনায় পাঁচ লাখের অধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এসপি শফিউল্লাহ (বিপিএম) কাদার যন্ত্রনায় কাঁদে শতাধিক পরিবার নড়াইলের দুই পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত চিতলমারীতে খননকৃত হক ক্যানেলের গর্ভে বিলীন পাঁকা সড়ক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আম চাষিদেরকালবৈশাখীরতান্ডবেশার্শারস্বপ্ন ভঙ্গ