পঞ্চগড়ের বোদায় শিক্ষাভাবনা ও ‘প্রত্যন্তে’র উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় শিক্ষাভাবনা ও ‘প্রত্যন্তে’র উচ্চশিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০টায় বোদা একুশ স্মৃতি পাঠাগারে পাথরাজ সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) সহ. অধ্যাপক কবি ও প্রাবন্ধিক প্রবীর চন্দের সভাপতিত্বে এবং নীলফামারী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মণিশঙ্কর দাশগুপ্তের সঞ্চালনায় মূলবক্তা হিসেবে আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ. অধ্যাপক লেখক ড. সৌমিত জয়দ্বীপ। এসময় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন তরুণ উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী, গীতিকার ও ছোটগল্পকার আব্দুল্লাহ জুবেরী।

এসময় পাথরাজ সরকারি কলেজের সহ. অধ্যাপক (অবসরপ্রাপ্ত) বিকাশ চন্দ্র অধিকারী, সমাজ সেবক ফেরদৌস আলম পিটার, সাকোয়া ডিগ্রি কলেজের সহ. অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, ইন্জিনিয়ার মিজানুর হক, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শিলন, একুশ স্মৃতি পাঠাগারের সা. সম্পাদক আবু নাসের মো. শহিদুল্লাহ রাসেল, এনজিও প্রতিনিধি হারুন আর রশিদ, অধ্যক্ষ হুমায়ূন কবির, কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।