দর্শনায় স্বর্ণ ও হেরোইনসহ পাচারকারি আটক

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার সীমান্ত শহর দর্শনায় অভিযান চালিয়ে মো. সেলিম (৩৩) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)।
এ সময় তার শরীর তল্লাশি করে পাচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক মোঃ সেলিম কুমিল্লা জেলার হোমনা থানাধীন নিলখী গ্রামের মোঃ রওশন আলীর ছেলে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা থেকে শুল্ক কর ফাকি দিয়ে অবৈধভাবে ভারতে চোরাকারবারিরা স্বর্ণ পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের কাছে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি ভ্যান থেকে সেলিমকে আটক করা হয়। পরে সেলিমের পরিহিত প্যান্টে বিশেষভাবে তৈরীকৃত পকেটের মধ্যে লুকায়িত পাচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা হয়েছে।

অপরদিকে পার্বতীপুর হতে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে সাত লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন বিজিবি। সোমবার সকালে দর্শনা কোম্পানীর একটি বিশেষ টহল দল দর্শনা হল্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে তৃতীয় বগির ভেতরের ক্যারিয়ারের ওপর থেকে একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করা হয়।

পরে এর মধ্যে থেকে সাড়ে ৩শ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দ করা হেরোইনের অনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় অভিযান পরিচালনাকারী চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা বিওপি কমান্ডার সুবেদার মোঃ নওশের আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।