ভালুকায় ‘প্রাইভেটকার পার্টি’ গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক : মহাসড়কের ভাড়ায় চালিত প্রাইভেটকারে উঠার একটু পরই অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব খোয়ানুর ঘটনা প্রায়ই ঘটে। এমন এক ডাকাতির প্রস্তুতি সময় আন্তঃজেলা ডাকাত দলের চার প্রাইভেটকার পার্টির সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার মেহেরাবাড়ী এলাকা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার চন্ডিপুর এলাকার সুরুজ মিঞার ছেলে শাহজাহান (৩৮), নরসিংদী জেলার রায়পুরা থানাহাটি এলাকার বাবুল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বেপারীপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (২৯), এবং ময়মনসিংহের মুক্তাগাছা সোনাপুর এলাকার মৃত এছাক আলীর ছেলে আবু তালেব (৩০)। এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরাবাড়ী এলাকা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রাইভেটকার পার্টির চক্রটি রাতের বেলায় প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেতো। তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। Share this:FacebookX Related posts: ভালুকায় যুবলীগ সভাপতির উপর হাইওয়ে পুলিশের হামলা: মহাসড়ক অবরোধ ভালুকায় অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার ভালুকায় দুই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মুক্তাগাছায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৪ সদস্য গ্রেফতার ভালুকায় মটর সাইকেল দুর্ঘটনায় নিহত-২ ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-৩ ভালুকায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩ ভালুকায় বরখাস্তকৃত নারী ইউপি চেয়ারম্যান রাণী স্বপদে পূর্ণবহাল ভালুকায় গাছের নিচে চাপা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ভালুকায় গাছের চারা রোপনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৫ ভালুকায় ব্যাংকের কাছে দায়বদ্ধ পরিত্যাক্ত ডায়নামিক মিলের মালামাল লুপাটের অভিযোগ ভালুকায় পিকআপ চাপায় নিহত ১ SHARES Matched Content দেশের খবর বিষয়: ‘প্রাইভেটকার পার্টি’গ্রেফতারভালুকায়