হালুয়াঘাটে বিয়ের দুই মাস পর যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
হালুয়াঘাটে বিয়ের দুই মাস পর যুবকের আত্মহত্যা

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমিরখাঁকুড়া গ্রামে শিমুল নামে এক যুবক বিয়ের দুই মাস পর ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন। বিয়ের দুই মাস পর যুবকের আত্মহত্যা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র শিমুল (২২) সোমবার (১০ এপ্রিল) অপরাহ্নে নিজ বাড়িতে বসত ঘরের ধন্নার সাথে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন। প্রায় দুই মাস পূর্বে আত্মহত্যাকারী যুবক শিমুল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মায়াকাসি গ্রামের আব্দুল সামাদ কবিরাজের কন্যা স্বপ্নার সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিষ্ট্রি কাবিন মূলে বিবাহ করেন।

শিমুলের পিতা আজিজুল ইসলাম জানান, শিমুল ইলেক্টিসিয়ানের কাজ করত। সোমবার বিকালে কাজ শেষে বাড়িতে এসে তার বসত ঘরের দরজা চাপাইয়া ঘরের ধন্নার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। শিমুল অত্যান্ত রাগী স্বভাবের ছেলে ছিল, সে অল্পতেই রাগান্বিত হয়ে যেত।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।