আশুলিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : চলছে শীতের মৌসুম। এ মৌসুমেই বাড়ে মাটি খেকোদের উৎপাত৷ মাটি খেকুরা নদী এবং নদীর তীর ঘেঁষা ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এবারও আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বংশী নদীর কুল ঘেঁষা বেশ কয়েকটি স্থান থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। এর ফলে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে নদীর তীর ঘেঁষা লোকবসতি অন্যদিকে কমছে ফসলি জমি। সম্প্রতি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ও গাজীখাল এলাকায় গিয়ে দেখা গেছে এসব স্থানের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। আশুলিয়ার রাঙ্গামাটি এলাকায় গিয়ে দেখা যায়, বংশী নদীর পাশে ফসলি জমি থেকে ৮/১০ ফুট গর্ত করে ভেকুর সাহায্যে মাটি কাটছে স্থানীয় জসিম উদ্দিন মাষ্টার নামের এক ব্যাক্তি। মাটি ট্রাকযোগে নিয়ে যাচ্ছে পাশের ক্লাস ব্রিকস এন্ড সিরামিক্স নামের একটি ইট ভাটায়। দিন-রাত ২৪ ঘন্টা ট্রাক দিয়ে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। জসিম উদ্দিন মাষ্টার এবিষয়ে বলেন, ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি এটা অন্যায়৷ কিন্তু আমি ওই জমিতে মাছ চাষ করার জন্য খামার বানাব। তাই মাটি কেটে তা বিক্রি করছি। তিনি ৩৫০ শতাংশ জমিতে খামার করবেন তাই মাটি কাটবেন। মাটি কাটা শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলে পালিয়ে যায় ভেকুর ড্রাইভারসহ দুই একজন শ্রমিক। পরে সুদিপ নামের এক ট্রাক ড্রাইভারের সাথে কথা হলে তিনি জানান, বংশী নদীর কুল ঘেঁষে ১০ ফুট পরিমান গর্ত করে মাটি কাটছে স্থানীয় জসিম উদ্দিন মাষ্টার। সেই মাটিগুলো আবার পাশের চায়না ইটভাটার কাছে বিক্রি করছেন তিনি। তিনি বলেন, আমরা কিছু জানি না। তবে মাষ্টার যেভাবে বলছে আমরা সেভাবেই করছি। মাষ্টারের কেনা ভেকু দিয়েই মাটি কাটা হচ্ছে বলে জানান ড্রাইভার। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল)শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, সরকারি জমি, কৃষি জমি, সরকারি খাল যদি অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটির এলাকায় যেখানে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে সেখানে প্রতিনিধি পাঠাচ্ছি। সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় পুষ্টি উপাদান কমে গিয়ে ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। আমরা শঙ্কিত, এভাবে উর্বর মাটি নষ্ট হলে কৃষির উৎপাদন ব্যাহত হবে। ঢাকা জেলা পরিবেশ অধিদফতরে সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোঃ রাজীব বলেন, আইনে আছে যে, কোন কোন স্থান থেকে মাটি কেটে ইটভাটায় দেওয়া হবে সেই বিষয়টি জেলা প্রশাসকের কাছে হলফনামা দাখিল করতে হবে। তবে সাভার, ধামরাই ও আশুলিয়ার বেশিরভাগ ইটভাটা হলফনামা দাখিল না করে অবৈধ ভাবে মাটি উত্তোলন করছে।আমরা যেসকল স্থান থেকে এমন খবর পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। Share this:FacebookX Related posts: আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক আশুলিয়ায় চুরি যাওয়া শিশু জামালপুরে উদ্ধার আশুলিয়ায় ৩ শিশুকে ধর্ষণ, বাড়ির মালিক গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ আশুলিয়ায় ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ খালেদা জিয়ার বাসভবনে জীবানুনাশক স্প্রে মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আশুলিয়ায়ইটভাটায়ফসলি জমির মাটি যাচ্ছে