আশুলিয়ায় পৃথক স্থান থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : সাভারে পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে সাভারের আউকপাড়া আদর্শ গ্রাম ও সরকার মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শ গ্রামে একটি বাড়িতে ২৫ বছর বয়সি এক যুবকের ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে।

অন্যদিকে আশুলিয়া সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল তেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা লাশটি রেখে পালিয়েছে। সকালে আশুলিয়া থানা পুলিশ ওই হাসপাতাল থেকে নিহতের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন উর রশিদ বলেন, বুধবার রাত ৯ টার দিকে অজ্ঞাত পরিচয় ওই নারীকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে দুই ব্যক্তি। এদের একজন নিহতের শ্বাশুড়ী এবং অপরজন নিহতের স্বামী পরিচয় দিলে কর্তব্যরত চিকিৎসককে জানায় সে মাথা ঘুরে পড়ে গেছে। এসময় নিহতের গলায় দাগের চিহ্ন থাকায় এবং রোগীর অবস্থা দেখে সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি পুলিশকে জানাতে বলেন। বিষয়টি টের পেয়ে কৌশলে রোগী রেখেই তার স্বজনেরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আহমেদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি বুধবার রাতে শ্বাশুড়ী ও স্বামী পরিচয় দিয়ে ওই নারীকে হাসপাতালে রেখে যায় দুই ব্যক্তি। কর্তৃপক্ষ আমাদেরকে রাতেই বিষয়টি জানালেও সকালে নিহতের মরদেহটি সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত ওই নারীর পরিচায় পাওয়া যায়নি। তাই বিষয়টি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তারা মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করার পরই পরিচয় জানা যাবে।