ঈশ্বরদীতে কর্মসূচি পালনকালে আ’লীগ-বিএনপির উত্তেজনা

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

অনলাইন ডেস্ক ; পাবনার ঈশ্বরদীতে ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ও বিএনপির ‘অবস্থান কর্মসূচি’ পালিত হয়েছে।

শনিবার শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে আওয়ামী ও রেলগেট বাস টার্মিনালে বিএনপির পৃথক কর্মসূচি পালনের সময় এই উত্তেজনা দেখা দেয়। তবে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ঈশ্বরদী শহরে বাস টার্মিনালে গতকাল দুপুর ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘অবস্থান কর্মসূচি’ পালন শুরু করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অপর দিকে ঈশ্বরদী আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয়ের সামনে ‘সন্ত্রাস ও নাশতার বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ, আলোচনা ও শান্তি মিছিল’ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ ও মিছিলের আয়োজন করে। বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে আওয়ামী লীগের একটি মোটরসাইকেল মিছিল নিয়ে শহরের রাস্তায় বের হয়। মিছিলটি রেলগেটে ট্রাফিক মোড় সংলগ্ন বিএনপির অবস্থান কর্মসূচির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মিছিলটি পোস্ট অফিস মোড় অতিক্রম করে পুনরায় রেলগেট ট্রাফিক মোড় অতিক্রমকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সড়কে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসময় রেলগেট এলাকার এলাকায় সাধারণ ব্যবসায়ী ও দোকানদার মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর আগে বিএনপি নেতা হাবিবুর রহমান কর্মসূচি সংক্ষিপ্ত করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচি সমাপ্ত করে বাড়ির দিকে চলে যান।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী সহসভাপতি খোন্দকার শহিদুল আলম পাখি, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক সজিব মালিথা, যুবলীগ নেতা দোলন বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।

আওয়ামী লীগ ইছাহক আলী মালিথা বলেন, দলের পূর্বঘোষিত শান্তি সমাবেশ সফল করার জন্য আমরা শহরে শান্তি মিছিল বের করি। তবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি বানচালের জন্য বিএনপি ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা সফল হয়নি।

অপরদিকে বিএনপির অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা বিষ্টু সরকার, আতাউর রহমান পাতা, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলনেতা আউয়াল কবির বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করার জন্য আওয়ামী লীগ বেশ কয়েকবার মোটরসাইকেল মহড়া দেয়, কিন্তু সফল হতে পারেনি। তারা কর্মসূচি ভন্ডুল করতে পারেনি।