আশুলিয়ায় ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশের ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে সাভারের বিশমাইল এলাকায় সিএমপি সেন্টার এন্ড স্কুলে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড আর্টডক’কে ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে অভিষেক করা হয়।

এ সময় তিনি অনুষ্ঠানে পৌঁছলে কোর অব মিলিটারী পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তাকে জ্যেষ্ঠ সুবেদার আর্টডক’কে কোর অব মিলিটারীর কর্ণেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।