ঈশ্বরদীতে ৭৫৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৫৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের ‘আরআরপি কমিউনিটি সেন্টারে’ এই সংবর্ধনা দেওয়া হয়। ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথার উদ্যোগে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

পৌর মেয়র ইছাহক আলি মালিথার সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আওয়ামী লীগ নেত্রী মাহজাবিন শিরিন পিয়া, রাজশাহী কলেজের শিক্ষক ড, গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান, স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।