ঈশ্বরদীতে টিসিবির ডিলারসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র মজুদ করার অভিযোগে ডিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার গভীর রাতে মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রাম হতে ডিলার উৎপল সরকার এবং মোহাম্মদ খোকনকে গ্রেফতার করা হয়। এসময় ৪ বস্তা চাল, ২ বস্তা মশুরের ডাল এবং ৪ বস্তা ছোলা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, আটঘোরিয়া উপজেলা এলাকার টিসিবি’র ডিলার উৎপল সরকার ন্যায্য দামে বিক্রির জন্য পণ্যদ্রব্য তাঁর দোকানে বা গুদামে রাখার কথা। কিন্তু ডিলার উৎপল এই পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আটঘোরিয়া হতে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে জনৈক খোকনের বাড়িতে লুকিয়ে রাখে। গভীর রাতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ভাটাপাড়া গ্রাম হতে ওইসব পণ্য উদ্ধার এবং ডিলার উৎপল সরকার ও খোকনকে গ্রেফতার করেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সকালে এদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।