ঈশ্বরদীতে আ.লীগ প্রার্থী মেয়র নির্বাচিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন (ধানের শীষ) পেয়েছেন হাজার ২ হাজার ১৮৫ ভোট। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পৌরসভার মোট ভোটার ৫৫ হাজার ৫৬৮ জন। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ১৯ ও বুথ ১৫২টি। মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলরে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ইছাহক আলী মালিথা, বিএনপি রফিকুল ইসলাম নয়ন ও ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ। Share this:FacebookX Related posts: ঈশ্বরদীতে নৌকার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর বিশাল মোটরবাইক শোভা যাত্রা নওগাঁ-৬ উপ-নির্বাচনে আলোচনায় যারা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪ শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম নওগাঁ পৌরসভা নির্বাচন: আ’লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে ত্রিমুখী SHARES Matched Content দেশের খবর বিষয়: আ.লীগ প্রার্থী মেয়র নির্বাচিতঈশ্বরদীতে