হাইকোর্টে জামিন পেলেন ডিআইজি প্রিজন বজলুর রশিদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় দণ্ডিত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশিদের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ এপ্রিল) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশিদকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে মামলা করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৬ আগস্ট বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওই বছরের ২২ অক্টোবর মামলায় বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগপত্রে বলা হয়, ঢাকার সিদ্ধেশ্বরী রোডে রূপায়ণ হাউজিংয়ের স্বপ্ন নিলয় প্রকল্পের দুই হাজার ৯৮১ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট কেনেন বজলুর রশিদ। এর দাম হিসেবে পরিশোধ করা তিন কোটি আট লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি। এমনকি অ্যাপার্টমেন্ট কেনা সংক্রান্ত কোনো তথ্যও তার আয়কর নথিতে প্রদর্শন করেননি। ফলে তার এই পরিশোধিত তিন কোটি আট লাখ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। গত ২৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এই মামলার রায় দেন। পাঁচ বছর দণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া রাষ্ট্রের অনুকূলে তার তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত করা হয়। ১৯৯৩ সালে সরকারি কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়া বজলুর রশিদ ঢাকায় সর্বশেষ কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। তার আগে ডিআইজি হিসেবে ছিলেন রাজশাহীতে। Share this:FacebookX Related posts: হাইকোর্টে জামিন চাইলেন কারাগারে বিয়ে করা সেই আসামি আত্মসমর্পণ করে জামিন পেলেন পাপুলের স্ত্রী-মেয়ে ড. ইউনূসকে হাইকোর্টে তলব জামিন পেলেন সাংবাদিক রোজিনা জামিন পেলেন নাসির-অমি আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস মাদক মামলায় জামিন পেলেন পরীমনি হাইকোর্টে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ আপিলেও কায়সারের মৃত্যুদণ্ড বহাল মৃত্যু পরোয়ানা শুনলেন যুদ্ধাপরাধী আজহার কেঁদে আদালতে মায়ের জামিন করালো দুই শিশু কারওয়ানবাজারে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার SHARES Matched Content আইন আদালত বিষয়: জামিন পেলেনডিআইজি প্রিজনবজলুর রশিদহাইকোর্টে