অধিক মূল্যে পোশাক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

অনলাইন ডেস্ক : ক্রয়মূল্যের চেয়ে ৮০ শতাংশ লাভে পোশাক বিক্রির অভিযোগে ভোলায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পোশাকের দোকানগুলোতে উপচেপড়া ভিড়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী ইচ্ছামত দাম বাড়িয়ে পোশাক বিক্রয় করছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে শহরের চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজে অভিযান চালানো হয়। এ সময় পোশাক বিক্রির ক্ষেত্রে ৮০ শতাংশ লাভের প্রমাণ পাওয়ায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, হিসাব করে দেখা যায় তাদের প্রায় প্রতিটি পণ্যে ক্রয়মূল্যের উপর ৮০ শতাংশ বাড়িয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ‘ভ্যাট’ যুক্ত লিখা হয়েছে। কিন্তু কত পার্সেন্ট ভ্যাট তা তারা উল্লেখ করেনি এবং সঠিক টাকার পরিমাণের ভ্যাটের কাগজ প্রদর্শন করতে পারেনি।

মাহমুদুল হাসান বলেন, বিন্দু ফ্যাশনে কাগজপত্র ঘেটে দেখা যায় মার্চ মাসের পণ্য বিক্রির টাকার বিপরীতে ভ্যাটের পরিমাণ অনেক কম। তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। অন্যদিকে তাদের লাভের মার্জিন এত বেশি কেন জিজ্ঞেস করলে সেটারও কোন যৌক্তিক উত্তর দিতে পারেনি। তারা বলেন, মূল্য তাদের হেড অফিস থেকে নির্ধারণ করে দেয়। কিন্তু চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজের কাছে মূল্য নির্ধারণের খালি স্টিকার পাওয়া গেছে। এ অবস্থায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন উভয়কে ভোক্তা-অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, উভয় ব্যবসায়ীকে তাদের প্রাইজ স্ট্যাগ সংশোধন করে লাভের মার্জিন ৪০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। কাপড় বিক্রয়ের ক্ষেত্রে তাদেরকে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের নির্দেশনামূলক বার্তা দেওয়া হয়েছে ও লাভের ক্ষেত্রে যৌক্তিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।