মির্জাগঞ্জে শিশুর প্রাণ ঝঢ়লো সড়কে

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফেদৌসী আক্তার(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার( ৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শওকত আনোয়ার ইসলাম জানান, উপজেলার মির্জাগঞ্জ গ্রামের হাওলাদার বাড়ি সংলগ্ন সড়ক পারাপারে সময়ে একটি অটোবাইকের ধাক্কায় গুরুত্বর আহত হয় ফেরদোসী। পরে তাকে স্থানীয়া উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

সে মির্জাগঞ্জ গ্রামের মোঃ ফারুক হাওলাদারের মেয়ে । বরিশালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।