টাঙ্গাইলে হেরোইন নিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক বিক্রেতা আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া থেকে বুধবার (৫ এপ্রিল) ভোরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইন সহ তিন বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। র্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতরা হচ্ছেন- বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম(৪০), তার স্বামী ও মৃত আ. লতিফের ছেলে মনোয়ার হোসেন(৪৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার শিমলা পল্লী(পূর্বপাড়া) গ্রামের মৃত জবান আলীর ছেলে আ. আজিজ(৫৫)। র্যাব-১৪ জানায়, আটক ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম ও তার স্বামী মনোয়ার হোসেন রাজশাহী থেকে হেরোইন এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আ. আজিজ হেরোইন কিনতে তাদের বাড়িতে আসেন। গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র্যাব ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়িতে রাখা বালির ঢিবির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইন সহ ক্রেতা আ. আজিজ ও বিক্রেতা স্বামী-স্ত্রীকে আটক করে। র্যাব-১৪ আরও জানায়, আটককৃতরা রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের নামে বাসাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: টাঙ্গাইলে আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার টাঙ্গাইলে তালিকাভুক্ত জেমবি সদস্য গ্রেপ্তার টাঙ্গাইলে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার টাঙ্গাইলে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চালসহ চোরা কারবারি গ্রেপ্তার সালথায় র্যাবের হাতে তিন মাদক বিক্রেতা আটক পুলিশ পরিচয়ে ইয়াবা ব্যবসা, পুলিশের হাতেই আটক! করোনা রোগীর চিকিৎসায় টাঙ্গাইলে মেডিকেল অক্সিজেন উৎপাদিত হচ্ছে রাজধানীতে চার ছিনতাইকারীকে আটক সালথায় ডাকাত দলের সক্রিয় সদস্য আটক অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক গ্রেফতার ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতেন তারা SHARES Matched Content অপরাধ বিষয়: টাঙ্গাইলেতিন মাদক বিক্রেতা আটকস্বামী-স্ত্রীসহহেরোইন নিয়ে