পুলিশ পরিচয়ে ইয়াবা ব্যবসা, পুলিশের হাতেই আটক! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আনাচে-কানাছে ইয়াবা ব্যবসা করে বেরাতো সে। আর তার পরিচয় তিনি পুলিশের একজন কনস্টেবল। পুলিশের পরিচয়কে বড় করে সামনে এনে দীর্ঘদিন ইয়াবা বিক্রি করতো তিনি। আর তাকে এ কাজে পূর্ণ সহযোগীতার জন্য তার নেতৃত্বে স্থানীয়ভাবে একটি টিমও সে তৈরি করেছিল। যাদের কাজ ইয়াবা বিক্রি করা। কিন্তু তার আর শেষ রক্ষা হলো না। অবশেষে শুক্রবার রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের ফাঁদে ২৫ পিস ইয়াবাসহ আটক হয়। ওই কনস্টেবল সম্পর্কে এভাবেই বিবরণ দেন উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার। আটককৃত ওই কনস্টেবলের নাম মাহমুদুল হাসান ওরফে সৈকত। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের এসএম মনির উদ্দিন শেখের ছেলে। সে নরসিংদী পুলিশ লাইনে কর্মরত ছিল। তবে কর্মস্থলে অনুপস্থিত ছিল দীর্ঘদিন। ইউপি চেয়ারম্যান ফারুক মাস্টার জানান, সৈকত পুলিশের পরিচয়ে স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা করতো। সে পুলিশে চাকুরী করলেও দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিল। সৈকত শুধু নিজে নয় তার নেতৃত্বে স্থানীয়ভাবে গড়ে তুলেছিল ইয়াবা ক্রয়-বিক্রয়ের একটি বড় চক্র। যে চক্রের মাধ্যমে সে সহজেই এ মাদক কেনা-বেচা করতো। তবে সাধারণ মানুষ তাকে কিছুই বলতে পারতো না। কারণ সে পুলিশে চাকরী করতো। তার ব্যাপারে আমরা থানায় অবহিত করেছিলাম। এ কারণেই তার প্রতি থানা পুলিশের নজরদারী ছিল। কিন্তু সে বুঝতে পারেনি। শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ীর পাশের একটি কালভার্ডে বসা ছিল কনস্টেবল সৈকত। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন খান তাকে সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে। এ সময় সে পালানোর চেষ্ঠা করে পুলিশের সাথে দস্তাদস্তি করে। পরে তার দেহ তল্লাসী করে ২৫ পিস ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা (নং ২৫) দায়েরের পর ওই মামলায় তাকে শনিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবা ব্যবসাপুলিশ পরিচয়পুলিশের হাতেই আটক!