বিদেশি পর্যটক নিয়ে আবারও মোংলায় এসেছে ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : ভারতীয় পাঁচ তারকা মানের বিলাসবহুল রিভার ক্রুজ এমভি গঙ্গা বিলাস ২২ জন বিদেশি পর্যটক নিয়ে আবারও মোংলা বন্দরে এসেছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ সুন্দরবনের আংটিহারায় ইমিগ্রেশনের পর বুধবার দুপুর ২টা জাহাজটি মোংলা বন্দরের পশুর নদীতে নোঙ্গর করেছে। এবার বিলাসবহুল এই প্রমোদতরীতে ১৯জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দুইজন কানাডার পর্যটক রয়েছে। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত ৩২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দেয়া বিশ্বের দীর্ঘতম এই রিভার ক্রুজটির এবারের যাত্রাপথ কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাস ও সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, এবার বিলাসবহুল রিভার ক্রুজটির যাত্রাপথ কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। পহেলা এপ্রিল কলকাতা থেকে জাহাজটিতে আসা ২২ জন বিদেশি পর্যটকের মধ্যে ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দুইজন কানাডার নাগরিক। বুধবার রাতে মোংলার পশুর নদীতে পাঁচ তারকা মানের বিলাসবহুল রিভার ক্রুজটিতে রাত্রযাপন শেষে পর্যটকরা সকালে বৃহস্পতিবার সকালে মোংলা থেকে সড়ক পথে বাগেরহাটের বিশ্বঐতিহ্য স্থান (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদ ও ঐতিহাসিক স্থান হযরত খানজাহানের (রহ:) মাজার পরিদর্শন করবেন। এরপর মোংলায় ফিরে শুক্রবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র ভ্রমণ করবেন। সুন্দরবন ভ্রমণ শেষে মোংলায় ফিরে বরিশালের উদ্দেশ্যে যাবে জাহাজটি। এরপর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এসব পর্যটকরা। এরপর খালি জাহাজ ফিরে যাবে ভারতে। ভারতীয় পাঁচ তারকা মানের বিলাসবহুল রিভার ক্রুজ দৈর্ঘ্য ৬২.৫ মিটার এবং প্রস্থ ১২.৮ মিটার ও ড্রাফট ১.৩৫ মিটার। প্রমোদতরীটিতে ১৮টি অত্যাধুনিক স্যুইটসহ একসাথে ৮০ জন পর্যটককের ভ্রমণের সুযোগ রয়েছে। রেস্টুরেন্ট, স্পা, সুইমিংপুল, সানডেকের ব্যবস্থাসহ রয়েছে আন্তর্জাতিক মানের সব রকম সুযোগ-সুবিধা। উদ্ধোধনী যাত্রায় সুইস ও জার্মানসহ ৩০ জন পর্যটক নিয়ে গত ৪ ফেব্রুয়ারী মোংলা বন্দরে পৌঁছায় প্রমোদতরী গঙ্গা বিলাস। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্য ও বিশ্বঐতিহ্য স্থান (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) এসব বিদেশী পর্যটকরা ঘুরে দেখার পর গত ১৩ মার্চ দৈখাওয়া নৌপথ অতিক্রম করে ভারতের আসামের ডিব্রুগড়ে পৌঁছায় প্রমোদতরীটি। ফিরতি যাত্রায় ২২ মার্চ দ্বিতীয় দফায় সাতজন বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে প্রমোদতরীটি। Share this:FacebookX Related posts: মহেশপুরে ভারতীয় নাগরিক আটক বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-১ পুলিশের অভিযান ভারতীয় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার মোংলায় করোনায় কর্মহীন ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে নৌবাহিনী বেনাপোল স্থলবন্দরে আটকে পড়া ভারতীয় ট্রাক ড্রাইভাররা দেশে ফিরতে চায় ভারতীয় বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশী যুবক বেনাপোলে পুলিশের অভিযান ভারতীয় মাদক সহ আটক-৭ মোংলায় ফাদার রিগনএর স্মরণানুষ্ঠান পালন গোপালগঞ্জে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের শাখা গঠন চিতলমারীতে সাংবাদিকের ঘরে চুরি কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও উপকরণ বিতরণ মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ‘গঙ্গা বিলাস’এসেছেপর্যটকপ্রমোদতরীবিদেশিভারতীয়মোংলায়