সালথায় ডাকাত দলের সক্রিয় সদস্য আটক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

ফরিদপুর প্রতিনিধি ; ফরিদপুরের সালথায় সাদ্দাম হোসেন (৩০) নামে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সাব-বিদ্যুত অফিসের তার কাটার সময় সালথা থানা পুলিশ তাকে আটক করে।

আটককৃত সাদ্দাম হোসেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া খানপাড়া এলাকার আজহার আলী খানের ছেলে। বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়া থাকেন।

সালথা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাব বিদ্যুত অফিসে তার কাটার সময় সালথা থানা পুলিশের একটি টিম সাদ্দাম হোসেনকে আটক করে। এসময় একটি ট্রাক-পিকআপ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতী ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, আটককৃত ডাকাত দলের সক্রিয় সদস্য সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার শ্যালক রাজা ও রাজুর সাথে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতী ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।