সংরক্ষিত বনাঞ্চলের ৫ স’মিল ব্যবহার অযোগ্য করেছে ভ্রাম্যমান আদালত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : কাঠ কোথা থেকে নিয়ে এসেছেন? জানি না স্যার, মালিক ট্রাক দিয়া কাঠ আনেন। কোথা থেকে নিয়ে আসে বলতে পারলাম না। কাঠ দেখে তো মনে হচ্ছে বন থেকে এসেছে। হ স্যার, বন থেইকাও আসে আবার মাইনষে (মানুষে) বেইচা (বিক্রি) দেয়। কাঠের স্টক রেজিস্টার আছে? মানে কতটুকু কাঠ আসলো, চেরাই হলো পরে বিক্রি হলো? এইডা মালিক জানে, আমরা শুধু কাঠ চিরাই কইরা মালিক যেহানে দিতে কয়, দিয়া দেই। কতদিন যাবত এই কাজ করেন? দুই সপ্তাহ ধইরা কাম করতাছি। আমরা স্যার গরীব মানুষ, যেইহানে যে কাম পাই, করি আর পেট চালাই। বিজ্ঞ ভ্রাম্যমান আদালতের প্রশ্নের এমন উত্তর দেন জানালেন অবৈধ স’মিলে কর্মরত একজন শ্রমিক জাহিদ মিয়া (ছদ্দ নাম)। বেশ কয়েকদিন যাবত সন্তোষপুরে সংরক্ষিত বনের আশে পাশে কিছু অবৈধ স’মিলে কাঠ কাটার হিড়িক পড়ে যায়। অনেক স’মিলের শ্রমিকই জানেন না কাঠের উৎস কোথায়, জীবিকার খোঁজে এসব মানুষ বৈধ-অবৈধের বোধ হারিয়ে ফেলে। কিন্তু যে ধনাঢ্য মালিকগণ এসব অবৈধ স’মিলের মাধ্যমে লাভবান হচ্ছেন, তাদের খুব কম ক্ষেত্রেই আইনের আওতায় আনা সম্ভব হয়। অথচ বন ধ্বংস করতে বনের আশেপাশেই গড়ে উঠেছে ৩৩ টিরও অধিক অবৈধ স’মিল । পরিবেশ ও বন রক্ষার তাগিদ থেকেই সোমবার (৪ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাও ইউনিয়নের কেশরগঞ্জ, সন্তোষপুর ও বালুঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি অবৈধ স’মিলের যন্ত্রপাতি, কাঠ আটকসহ ৫টি স’মিল ব্যবহারের অযোগ্য করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ও বন বিভাগের ফরেস্ট রেঞ্জার সুমন মিয়াসহ বন বিভাগ ও আনসারদের চৌকষ টিম। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম জানান, সংরক্ষিত বনাঞ্চলের ৫টি অবৈধ স’মিল পূনরায় চালানোর অনুপযোগী করে উচ্ছেদ করা হয়েছে। এ সময় স’মিলগুলোর মালামাল জব্দসহ ৮ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। বন ও পরিবেশ রক্ষায় এ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে জনসমাগম ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা হালুয়াঘাটে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা গৌরীপুরে ১২ জুয়ারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ গৌরীপুর কলতাপাড়া থেকে ২ কেজিগাঁজা, চাপাতিসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪, গৌরীপুরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার গৌরীপুরে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সভা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় জেলার শ্রেষ্টদেরকে ধোবাউড়া প্রেসক্লাবের অভিনন্দন হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ গৌরীপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা গৌরীপুরে আগুনে পুড়লো চার কৃষকের ৭ ঘর ॥ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ময়মনসিংহে ব্যবসায়ী হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫ স’মিলকরেছেবনাঞ্চলেরব্যবহার অযোগ্যভ্রাম্যমান আদালতসংরক্ষিত