জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় জেলার শ্রেষ্টদেরকে ধোবাউড়া প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

কামরুল হাসান, ধোবাউড়া : সোমবার সকালে ময়মনসংিহ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ জেলায় প্রথম স্থান অধিকার করেছে।

ধোবাউড়া সরকারী মডেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ট শিক্ষক গোলাম কিবরীয়া দলটির টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ময়মনসিংহ জেলার জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় প্রথম হওয়ায় ধোবাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।