গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মোঃ বোরহান উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের দ্বারাই বিভিন্নভাবে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। তাই এ নির্যাতন প্রতিরোধ করতে হলে প্রথমে প্রতিটি পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। শুধু পুলিশের দ্বারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

সোমবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলার ৬ নং বোকাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান মোঃহাবিব উল্লাহ হাবিবের সভাপতিত্বে ইউপি সদস্য আশরাফুল হক এমদাদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ ,ইউপি সচিব সুজন মিয়া,বোকাইনগর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি মোসলেম উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আব্দুল কাদির,শাহজাহান কবির বোকাইনগর ইউপি সদস্য আজিজুল হক, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান সহ ¯হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতারথ এ স্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৌরীপুর থানার পুলিশের উদ্যোগে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বস্থরের জনগনকে সচেতন করতে ধারাবাহিকভাবে এ সমাবেশের আয়োজন করা হবে। ইতোমধ্যে থানা চত্বর ও বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মো;বোরহানউদ্দিন।