ঈশ্বরদীতে রক্তাত্ত অবস্থায় অধ্যাপকের স্ত্রীর লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩ অনলাইন ডেস্ক : ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল গোলাবাড়ির ( ইপিজেড) সংলগ্ন মোড়ে রাজশাহী কলেজের সাবেক অধ্যাপকের স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। নিহত হাজেরা খাতুন (৭৬) মরহুম অধ্যাপক মোহাম্মদ হবিবুল্লাহ এর স্ত্রী এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুলের বোন। সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশীরা ঘরের তালা ভেঙ্গে লাশ সনাক্ত করে। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, নিহত হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ২ মেয়ে বিদেশে এবং অন্যান্যরা ঢাকায় থাকেন। হাজেরা খাতুন মাঝে মাঝে ঢাকায় এবং ঈশ্বরদীতে নিজ বাড়িতে একাই থাকতেন। সকাল ১১ টার দিকে তাকে বাগানে ঘুরতে দেখা গেছে। বিকেলের দিকে ঢাকা হতে মেয়েরা ফোন করে মাকে না পেয়ে মামা হব্বুল ও প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শোবার ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে । পরে তারা তালা ভেঙ্গে ঘরে ঢুকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তারা ঈশ্বরদী থানায় খবর দেয়। নিহতের ভাই হবিবুল ইসলাম হব্বুল জানান, ঢাকা হতে ভাগ্নিদের ফোন পেয়ে মাগরিবের নামাজের পর এসে দেখি রক্তাক্ত অবস্থায় বোন পড়ে আছে। ঘরের আলমিরা খোলা এবং কাপড়-চোপড় ছিঁটানো রয়েছে। বোনের লাশ দেখের পর আমার আর কিছু বলার শক্তি নেই। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল হতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্রাইম টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার না করা পর্যন্ত কিভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে ঘরের আলমিরা খোলা এবং কাপড়-চোপড় ছড়ানো- ছিটানো রয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: রাণীনগরে ১০ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা সাপাহারে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কাজী ও পাত্র জেল হাজতে আত্রাইয়ে হারপিক খেয়ে গৃহবধূর আত্মহত্যা নওগাঁয় যৌন উত্তেজক ঔষধ খাইয়ে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে ঈশ্বরদীতে টিসিবির ডিলারসহ ২ জন গ্রেফতার অনুমোদন না নিয়ে করোনা টেষ্ট, ঈশ্বরদীতে ক্লিনিক মালিক আটক গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, ফাদার কারাগারে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাছ ব্যবসায়ী ঈশ্বরদীতে আ.লীগ প্রার্থী মেয়র নির্বাচিত ঈশ্বরদীতে হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ঈশ্বরদীতে ভুট্টা বোঝাই ট্রাকে মিললো ১৮ কেজি গাঁজা, আটক ২ SHARES Matched Content নারী ও শিশু বিষয়: অধ্যাপকের স্ত্রীর লাশ উদ্ধারঈশ্বরদীতেরক্তাত্ত অবস্থায়