হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : কালবৈশাখী ঝড়ে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেথুলিয়া বাজারের দোকানপাট, ঘর-বাড়ি উড়ে গেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানে। বাজারের পাশের তেথুলিয়া উচ্চ বিদ্যালয় ও তেথুলিয়া পীরগাছা টেকনিক্যাল এ্যান্ড বিজনেন্স ম্যানেজমেন্ট কলেজ ভবনের চালা উড়ে গেছে। তেথুলিয়া নওদাপাড়া, কান্দিপাড়া, ফতিয়াড় দাঁড়, পীরগাছা গ্রামে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ব্যক্তির বাড়ি-ঘর ভেঙ্গে গেছে। এছাড়া তেথুলিয়া বাজারে একটি বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে। এ বিষয়ে তেথুলিয়া বাজারের ফার্ণিচার ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ‘আমি দোকানের মধ্যে কাজ করছিলাম। হঠাৎ ঝড়ে ঘরের চালা উড়ে ১০০ মিটার দূরে তেথুলিয়া সবজি বাজারে কড়ই গাছে গিয়ে পড়ে। সেই ঘরের ১৬ বান্ডিল টিনের ঘর পাশে মসজিদের ছাদে ও গাছে কিছু টিন ঝুলে থাকলেও বাকি টিনের সন্ধান পাওয়া যায়নি।’ এছাড়া, মদন আলীর দোকান, সুজন আলীর বাড়ির চালা, লেদু প্রাং এর দোকান, কামরুল ইসলামের দোকানের চালা উড়ে গেছে। নওদাপাড়া মিশন আলীর ঘর, তেথুলিয়া কান্দিপাড়া গ্রামের আবদুল মান্নানের ঘরের উপর গাছ পড়ে তার স্ত্রী নাসরিন আহত হয়। ফতিয়ার দাঁড় গ্রামের মুক্তার আলীর ২৫ বছর বয়সের একটি আড়াজাম গাছ উপড়ে গেছে। পাশে মুন্টু ও জালেম আলীর ঘর উড়ে গেছে। রাস্তার পূর্ব দিকে আহমেদ আলীর ঘর ভেঙ্গে কোরবানির খাসি চাপা পড়ে পা ভেঙ্গ গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন আহমদ আলী। শহিদুল ইসলাম, জিন্দার আলী, সুজন আলী, কাচু উদ্দিনের বাড়িঘর সহ শতশত আম গাছ, কলা, মেহগনি গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানা বলেন, ‘গম, মসুর উঠে গেছে। কিছুটা কাঠ জাতীয় ও আমের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ করা হচ্ছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, ‘হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, উড়ে গেছে বাড়ির চালা। পাঁচটি গ্রামে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে টিনের চালা উড়ে গাছে আটকে আছে। বৈদ্যুতের খুটি ও তার ছিঁড়ে লাইন নষ্ট হয়ে গেছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। Share this:FacebookX Related posts: নন্দীগ্রামে হঠাৎ ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি রাজশাহীতে পুলিশের অভিযানে ৫১ জন গ্রেফতার বঙ্গবন্ধু রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির ডাক দিয়েছিলেন : পলক নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন ৯জন আত্রাইয়ে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি চাঁপাইনবাবগঞ্জে করোনার মাঝেও বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ্য ২৫ জন ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার প্রার্থীসহ বিজয়ী হলেন যারা সারিয়াকান্দিতে নৌকা, সান্তাহারে ধানে শীষ জয়ী নজিপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বাবু বিজয়ী আত্রাইয়ে নতুন করে করোনায় আক্রান্ত ২ জন বগুড়ায় সেলুনকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: লন্ডভন্ড ঘর-বাড়িহঠাৎ ঝড়ে