সারিয়াকান্দিতে নৌকা, সান্তাহারে ধানে শীষ জয়ী

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : শন্তিপূর্ণভাবে জেলার ৩টি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে জেলার সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মতিউর রহমান মতি বেসরকারিভবে নির্বাচিত হযেছেন। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু বিজয়ী হয়েছে।
শনিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আদমদীঘি ও সারিয়াকান্দি উপজেলার সহকারী রিটানিং অফিসার পৃথকভাবে বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করেন। আর শেরপুর পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ করায গণনা চলছে। ফলাফল পেতে আরো দুই ঘন্টা সময় লাগবে।

সারিয়াকান্দি পৌরসভায় নৌকা প্রার্থী মতিয়ার মতিরপ্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৫৭৪টি। আর স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ২৭৬টি। এখানে ৭২ শতাংশ ভোটার ভোটপ্রদান করেছে বলে জানান, সারিয়াকান্দি উপজেলার সহকারী রিটানিং অফিসার সাখাওয়াত হোসেন।

সান্তাহার পৌরসভায় তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন, তোফাজ্জল হোসেন ভুট্টু। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৭৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। ৩৮৬ ভোটের ব্যবধানে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বিজয়ী হয়েছেন।

এদিকে, বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহাদৎ হোসেন নামে এক যুবলীগ কমীর এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিধি লঙ্ঘনের কারণে তাকে এই দন্ড দেন নির্বাচনি এলাকায় দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিষ্কৃতি হাকিদার।