আত্রাইয়ে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ১২, ২০২০ আত্রাইয়ে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার বিশা ইউনিয়নে ৩ শত ৬৩ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। এসময় বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে এ সকল ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশুক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর নবী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুর হক ও উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মান্নান মোল্লা এছাড়াও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকের কথা চিন্তা করেই সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কৃষকদের। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন জানান, বোরো মৌসুমে উপজেলায় ধান সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ২ শত ৮৬ মেঃটন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। বিশা ইউনিয়নের বাছাইকৃত কৃষি কার্ডধারীর ৪ হাজার ৭শত ২৫জন কৃষকের মধ্যে ৩৬৩ জন কৃষককে নির্বাচন করা হয়। এছাড়াও অপেক্ষামান তালিকায় ১৪০জন নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ আত্রাইয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে জরুরী তথ্য সেবা সহজেই পেতে মানচিত্র সম্বলিত বিলবোর্ড আত্রাইয়ে আরও এক যুবকের শরীরে করোনা শনাক্ত, উপজেলায় মোট আক্রান্ত-৬ আত্রাইয়ে কৃষকের ধান কেটে বাড়ি পোঁছে দিল ছাত্রদল আত্রাইয়ে সামাজিক দূরুত্ব বাস্তবায়নে মাঠে ওসি মোসলেম উদ্দিন আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা আত্রাইয়ে বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম পড়েছে আত্রাইয়ে আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইয়েউন্মুক্ত লটারিকৃষক নির্বাচনেধান সংগ্রহে