​ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক মালিথা প্রমূখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু না হলে এদেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুর অবমাননাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। একই সাথে দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি মৌলবাদ জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকতে দেশপ্রেমিকদের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপশক্তিকে দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাবৃন্দসহ আপামর মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, ফলে তাদের স্বাধীনতা বিরোধী অপতৎপরতা রুখে দেওয়া হবে।