ঈশ্বরদীতে গম ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সরকার কৃষকদের নিকট হতে সরাসরি গম ক্রয়ের জন্য ঈশ্বরদীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এই লটারি অনুষ্ঠিত হয়।

প্রকৃত গম চাষীদের নিকট হতে চলতি মৌসুমে সরকার ঈশ্বরদীর দুটি খাদ্যগুদামের মাধ্যমে মোট ৫২১ মেট্রিকটন গম ক্রয় করবে বলে জানা গেছে। খাদ্যগুদামে গম সরবরাহের জন্য ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে এসময় মোট ১৭৬ জন কৃষককে নির্বাচিত করা হয়।

লটারী কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপঝেরা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা এ কে এম শহীদুল হক, সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, কৃষকলীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে এই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলো। লটারিতে নির্বাচিত কৃষকদের তালিকা প্রত্যেক ইউনিয়ন পরিষদে টাঙিয়ে রাখতে হবে। খাদ্যগুদামে গম দিতে এসে কোন কৃষক যেন হয়রানির শিকার বা কাউকে ফিরে যেতে না হয় সেদিকে সংশ্লিষ্ঠদের তৎপর থাকতে হবে।