নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ৪২ বিদেশি গরু আটক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ২৩টি বার্মিজ গরু আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ক্যাপ্টেন নুর ফয়সল মেহমুদ (সংযুক্ত অফিসার) এর নেতৃত্বে গোপন সংবাদের এর ভিত্তিতে বিশেষ টহল দল কর্তৃক ব্যাটালিয়ন সদর হতে আনুঃ ০৭ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশ অভ‍্যন্তরে ঈদগড় কালীর ছড়া নামক স্থান হতে ২৩টি বার্মিজ গরু আটক করে বলে জানা যায়।

অপর দিকে নাইক্ষ‍্যংছড়ি থানার অধীনস্থ অলীক্ষ‍্যং মিরঝিরির এলাকায় একটি রাবার বাগানে বাইশারী তদন্ত কেন্দ্রের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০দিকে ১৯টি মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ‍্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা। 

নাইক্ষংছড়ি ১১ বিজিবি র অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন, অস্ত্র, মাদক চোরাকারবারি দের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। 

এছাড়াও আর্তমানবতার সেবায় বিজিবি সাধারণ মানুষের পাশে থেকে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ ও সীমান্ত এলাকায় বসবাসকারী অসহায় দুঃস্থ মানুষের মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে আসছেন।