উত্তরায় গৃহপরিচারিকার রহস্যজনক লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মিনা (২৫) নামের এক গৃহপরিচারিকার রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ জানুয়ারি) উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকার ৯নং রোডের ৩৩ নম্বর বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাটের টয়লেট থেকে ওই যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ীর মালিকের মেয়ে জিনাত মল্লিকসহ অপরাপরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও গৃহপরিচারিকার মৃত্যুর বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে জানিয়েছে পুলিশ। ভিকটিম মিনা জামালপুর জেলার ইসলামপুর থানাধীন চিনারচর গ্রামের মুকুল মিয়ার মেয়ে। পুলিশ জানায়, ওই ফ্ল্যাটের ২য় তলার একটি টয়লেটের গ্রীলের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় রাত ২টার দিকে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাতে বাড়ির মালিকের কন্যা জিনাত মল্লিক (৪৫) ভিকটিমকে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে টয়লেটের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তবে, ওই গৃহপরিচারিকার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে যায়যায়দিনকে বলেন, ভিকটিমের শরীরে আমরা বাহ্যিকভাবে আঘাতের চিহ্ন পাইনি। তাদের (ভিকটিম) স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য ছিল, এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। তবে ওই গৃহপরিচারিকার মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে স্বীকার করেছেন তিনি। Share this:FacebookX Related posts: বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় শ্রমিককে গণধর্ষণ, আটক ১ চিতলমারীতে পাগলী মায়ের সন্তান প্রসব, বাবার খোজ মেলেনি সোনারগাঁওয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার মাদারীপুরে পাঁটক্ষেত থেকে গৃহবধূর পা-বাঁধা লাশ উদ্ধার ঘুমের ঔষুধ খাইয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ দেহ ব্যবসায় রাজি না হওয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ ‘মামুনুল আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তার বিচার চাই’ গলায় গামছা পেঁচানো স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার সংসদ সচিবালয় কোয়ার্টারে নারীর মরদেহ গোয়ালন্দ থেকে অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার ‘বর্তমান সরকার নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে’ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: উত্তরায়গৃহপরিচারিকাররহস্যজনকলাশ উদ্ধার