গোপালগঞ্জে করোনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের সচিব ও গোপালগঞ্জ জেলার ত্রাণ কাজে দায়িত্বপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

সমন্বয় সভায় সেনাবাহিনীর প্রতিনিধি লে. কর্নেল শুভ ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেরা আওয়ামী লগের সভাপতি চৌধুরী ইমদামুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ড. অসিত কুমার মল্লিক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।