গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবাহী ট্রাকের চাপায় ছালমা বেগম (৪৫) নামে এ স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে অর্ধ শতাধিক যানবাহন আটকা পড়ে। বুধবার রাতে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার স্কুল মাজড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ছালমা বেগম কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া গ্রামের দুলু শেখের স্ত্রী। সে একই উপজেলার ডাঙ্গা মাজড়া গ্রামের আল হেরা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, আল হেরা কিন্ডার গার্ডেনের পিকনিক শেষে বাগেরহাট থেকে কাশিয়ানী উপজেলার স্কুল মাজড়ায় এসে বাস থেকে নামেন শিক্ষিকা ছালমা বেগম। এ সময় তিনি ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে প্রথমে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। Share this:FacebookX Related posts: গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে নিহত-৫ গোপালগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করোনা প্রতিরোধে গোপালগঞ্জে জীবানুনাশক স্প্রে গোপালগঞ্জে করোনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন গরমে তাল শাঁসের কদর বেড়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে করোনায় মৃত ব্যক্তির মুখাগ্নি করলেন ইউএনও গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে পিপিই মাক্স বিতরণ গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গোপালগঞ্জেট্রাকের চাপায়স্কুল শিক্ষিকা নিহত