অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ড, নিহত ৩

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর তুরাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ভোর ৪টার দিকে তুরাগের চণ্ডালভোগ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাই-বোন আর তাদের খালাতো বোন আফরিন।

স্থানীয়রা জানান, তুরাগের চন্ডাল ভোগ এলাকার দক্ষিণ পাড়ার বস্তিতে দীর্ঘদিন ধরেই অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিল একটি চক্র। সে চক্রের মূলহোতা চন্ডালভোগ এলাকায় জাকির মুন্সি। তার দেয়া অবৈধ সংযোগ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে। পরে পুরো টিনশেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মনজিল মোর্শেদ বলেন, এখনই কোন মন্তব্য করা ঠিক হবে না। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা জানান ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান।

পরে সাংবাদিকদের বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।