বিদ্যুৎস্পর্শে নিহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার ভৈরবে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) , সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)। স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশে থেকে আবদুল্লা নামে এক যুবক সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভিতরে গরুর খামারে বসাচ্ছিলেন। এ সময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লেগে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনজনের প্রাণহানি হয়। এই ঘটনায় আহত হয়েছেন ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে গরুর খামার মালিক আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় ( ১৩)। গরুর খামারের মালিক আবদুল্লা এবং হরিজন পল্লি থেকে তাদের ডেকে নিয়ে নিজ দায়িত্বে খুঁটি সরাতে গিয়েই ঘটনাটি ঘটে। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এই ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: নবীনগরে বাসচাপায় মা-মেয়েসহ নিহত-৩ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩ সবজিভর্তি পিকআপ উল্টে নিহত ৩ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ড, নিহত ৩ পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩ গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত পুলিশের নিকট থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ কালিয়াকৈরে গরুবাহী ট্রাক পানিতে, ১৩টি গরুর মৃত্যু ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক বেডের অভাবে আইসিইউ ওয়ার্ড এখন টিকা কেন্দ্র SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: নিহত-৩বিদ্যুৎস্পর্শে