জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাটে কাঞ্চন কুমার সরকার বিজয়ী

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

এম,এ মালেক হালুয়াঘাট ঃ
ময়মনসিংহ-১ জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট আসনে সদস্য পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাঞ্চন কুমার সরকার অটোরিক্সা প্রর্তীকে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান টিউবওয়েল প্রর্তীকে নিয়ে পেয়েছেন ০২ ভোট । এবং সংরক্ষিত মহিলা আসন থেকে দোয়াত কলম নিয়ে সাবেক জেলা পরিষদের সদস্য হালুয়াঘাট,ধোবাউড়া ও ফুলপুর আসন থেকে আছমাউল হোসনা শিমুল বিজয়ী হয়েছেন।

আজ সোমবার (১৭ অক্টোবর ) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সারাদেশের মত হালুয়াঘাট উপজেলা পরিষদে নির্বাচনের ভোট অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে গ্রহন করা হয় । বিকেল ৩ টায় প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ভি আর ডিবি) মোহাম্মাদ এনামুল হক ফলাফল ঘোষণা করেন ।