হালুয়াঘাটে ভারতীয় ২২ বোতল মদসহ গ্রেফতার -৩

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

এম.এ মালেক হালুয়াঘাটঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ২২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান এর নির্দেশে এস আই আবুল খায়ের ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়ীতা মার্কেট চত্বরে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের অবস্থান কালে তাদেরকে তল্লাশি চালিয়ে মদসহ তাদের গ্রেফতার করা হয়, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-জামালপুর জেলার বৈঠামারি গ্রামের ফজলুর হক এর পুত্র আরিফ হোসেন(২৫),নরুন্দী ব্রহ্মোত্তর গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র আবুুুুুুুু নাইম(২০) ও হালুয়াঘাট উপজেলার কচুয়াকুড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র রুবেল মিয়া(২২)।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান জানান, পুলিশের বিশেষ অভিযানে ২২ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্বে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।