হালুয়াঘাটে বাইসাইকেল পেলেন ১২০ জন গ্রাম পুলিশ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাটঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশ (দফাদার/মহাল্লাদার) মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ।

(৩০সেপ্টেম্বর)শুক্রবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ (দফাদার/মহাল্লাদার) মধ্যে বাইসাইকেল বিতরণ করেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,মোঃ মোর্রশেদ আনোয়ার খোকন,সম্মানীত সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,অফিসার ইনর্চাজ শাহিনুজ্জামান খান প্রমূখ্য ।

প্রধান অতিথির ব্যক্তবে বলেন, প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি,বাল্যবিবাহ,দূরীকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে গ্রাম পুলিশ দের মাঝে বাই-সাইকেল বিতরণ প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে । যেহেতু গ্রাম পুলিশ জনগনের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন তাই তাদের কাজের গতি ত্বরান্বিত করতে পারলে সামাজিক অসক্ষতিগুলো সমাধানসহ প্রত্যন্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে জেনে তা দ্রুত পদক্ষেপ দেওয়া সম্ভব হবে বলে আশা করেন ।